Saturday, November 28, 2009

First Eid ul azha as a married girl!

DSC01219

সাম্মির বিবাহিত জীবনের প্রথম ঈদ-উল-আযহা… আমি কিছুটা ভয়ে ছিলাম… ভেবেছিলাম বাসার সবার কথা মনে পড়বে, কান্নায় কান্নায় স্যাঁতস্যাতে যাবে বেচারীর সারাদিন… কিছুটা হলেও, অতোটা হয়নি শেষ পর্যন্ত….

Sunday, November 22, 2009

ঈদ-উল-আযহা

DSC00186

ঈদ-উল-আযহা চলে আসলো একেবারে। আর মাত্র ৪/৫ দিন বাকী। সাম্মি এখনও ঢাকায়। ওর আসার অপেক্ষা করছি। এবারের ঈদে জামা-কাপড় কিছু কেনা হয়নি এখনও। কিনবো বলে মনে হচ্ছেনা। ঈদ এখন আর নতুন জামা-কাপড় দাবী করেনা। বয়স অনেক হয়ে গেছে মনে হয়। প্রায় বুড়ো হয়ে গেছি। আমার ফ্যামিলিতে হার্ট এটাক খুব কমন। হিসেব করছি আমার হার্ট এটাকের কত দেরী আর।

বয়স ১৭ এইচ.এস.সি পাশ
বয়স ২৪ একজন ডাক্তার
বয়স ২৭ একজন স্বামী
বয়স ২৮ ?কব্বর?