Saturday, November 28, 2009
Sunday, November 22, 2009
ঈদ-উল-আযহা
ঈদ-উল-আযহা চলে আসলো একেবারে। আর মাত্র ৪/৫ দিন বাকী। সাম্মি এখনও ঢাকায়। ওর আসার অপেক্ষা করছি। এবারের ঈদে জামা-কাপড় কিছু কেনা হয়নি এখনও। কিনবো বলে মনে হচ্ছেনা। ঈদ এখন আর নতুন জামা-কাপড় দাবী করেনা। বয়স অনেক হয়ে গেছে মনে হয়। প্রায় বুড়ো হয়ে গেছি। আমার ফ্যামিলিতে হার্ট এটাক খুব কমন। হিসেব করছি আমার হার্ট এটাকের কত দেরী আর।
বয়স ১৭ | এইচ.এস.সি পাশ |
বয়স ২৪ | একজন ডাক্তার |
বয়স ২৭ | একজন স্বামী |
বয়স ২৮ | ?কব্বর? |
Subscribe to:
Posts (Atom)